শর্তাবলি ও গোপনীয়তা নীতি

শেষ পাতা ওয়েবসাইটের পাঠক ও ভিজিটরদের 'শর্তাবলি ও গোপনীয়তা নীতি' পড়তে স্বাগত জানাই। কম্পিউটার, মুঠোফোনসহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করা সম্ভব। আপনি এই ওয়েবসাইটের যে কোনো অংশে প্রবেশ করলে ধরে নেওয়া হবে যে, আপনি শেষ পাতার সব শর্ত ও গোপনীয়তা নীতির সাথে একমত পোষণ করছেন। যদি এই শর্ত বা নীতির কোনো অংশের সাথে একমত না হন, তবে আমাদের সেবাগ্রহণ থেকে নিজেকে বিরত রাখুন। এছাড়া, এই বিষয়ে কোনো অসন্তুষ্টি, আপত্তি বা প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

কপিরাইট সম্পর্কিত নীতি

  • শেষ পাতা ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্ত্বাধিকার কেবল মাত্র শেষ পাতা কর্তৃপক্ষের। যে কোনো উদ্দেশ্যে আমাদের যে কোনো কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্য কথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কন্টেন্টের অংশ বিশেষ কপি করতে চাইলে শেষ পাতার লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে। 
  • শেষ পাতা ওয়েবসাইটে প্রকাশিত পোস্টগুলো অনেক ক্ষেত্রে বিভিন্ন ভাষার সোর্স ভিত্তিক সাইট থেকে অনুবাদ করে লিখা হয়। তাই, কাকতালীয়ভাবে কারো কন্টেন্টের সাথে সরাসরি মিলে যেতে পারে। মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন।
  • তাছাড়াও যদি আমাদের কোনো ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে এবং আপনি যদি মনে করেন উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার করা নিষিদ্ধ তাহলে শেষ পাতা ওয়েবসাইট অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

 কমেন্ট পলিসি

আমাদের ওয়েবসাইটে মন্তব্য করার ক্ষেত্রে কিছু নীতিমালা মান্য করা বাধ্যতামূলক

  • কন্টেন্ট সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য করুন, অন্যান্য প্রসঙ্গ এড়িয়ে চলুন।
  • বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো মন্তব্য করা যাবে না।
  • লিংক বা বিজ্ঞাপনযুক্ত মন্তব্য গ্রহণযোগ্য নয়।
  • কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না।
  • অশ্লীল, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না।
  • ইংরেজি হরফে বাংলা লেখা, দৃষ্টিকটু বানান বা অসম্পূর্ণ বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না। 

মনে রাখবেন শেষ পাতা কর্তৃপক্ষ যে কোনো মন্তব্য মুছে ফেলার অধিকার রাখে।

গোপনীয়তা নীতি

  • শেষ পাতা ওয়েবসাইটে আপনার প্রবেশ করানা বিভিন্ন তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল নাম্বার, ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে, তবে এই তথ্যের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করলেও ১০০% নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি না।
  • শেষ পাতা কর্তৃপক্ষ প্রতিটা ব্লগ এবং ই-বুক পাঠকদের জন্য সহজলভ্য এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য বিশেষ নজরদারি করে থাকে। জেনে বুঝে এমন কোন কাজ করে না যাতে পাঠকদের সমস্যা বা বৃভ্রান্তির মধ্যে পড়তে হয়
  • শেষ পাতা ওয়েবসাইটের ট্র্যাফিক বিশ্লেষণের জন্য কুকি ব্যবহার করে থাকে এবং পছন্দের বিজ্ঞাপন দেখাতে তৃতীয় পক্ষের সাথে কিছু তথ্য শেয়ার করা হয়।

ই-বুক সংক্রান্ত তথ্য 

  • শেষ পাতা বিভিন্ন লেখকদের ই-বুক শেষ পাতার পাঠকদের মাঝে ফ্রি করে দেওয়ার জন্য (প্রয়োজনে নির্দিষ্ট মূল্য দিয়ে ক্রয় করে) শেষ পাতা ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।
  • পাঠকদের পছন্দের ওপর ভিত্তি করে শেষ পাতা ওয়েবসাইটে বিভিন্ন লেখকদের ই-বুক পাবলিশ করার কাজ চলমান থাকবে। তাই শেষ পাতা ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার পছন্দের ই-বুক সম্পর্কে জানাতে পারেন।
  • শেষ পাতার যে কোন ধরনের ই বুক ডাউনলোড করার পর, এডিট করে শেষ পাতার ক্রেডিট মুছে দিয়ে অন্য কোথাও পাবলিশ করা নিষিদ্ধ।

বিজ্ঞাপন

  • শেষ পাতার ওয়েবসাইটে প্রচারিত অধিকাংশ বিজ্ঞাপনের মালিকানা তৃতীয় পক্ষের। সেগুলোতে শেষ পাতার কোন  নিয়ন্ত্রণ নেই। তাই তারা পাঠকদের তথ্য সংগ্রহ করতে পারে এবং তা অন্য পক্ষের সঙ্গে আদান-প্রদানও করতে পারে।
  • বিজ্ঞাপনের বিষয়বস্তুতে কোনো ভুল, অসম্পূর্ণতা, সীমাবদ্ধতা থাকলে তার দায়দায়িত্ব শেষ পাতা গ্রহণ করবে না।
  • তৃতীয় পক্ষের লিংক, অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করার কারণে কোনো সমস্যার সম্মুখীন হইলে, তার দায়ও শেষ পাতার নয়।
  • এছাড়াও শেষ পাতা ওয়েবসাইটে নিজস্ব কিছু বিজ্ঞাপন প্রচার করা হয় সেগুলোর মধ্যে কোন ভুল অসম্পূর্ণতা থাকলে শেষ পাতা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।

বিশেষ সতর্কতা 

  • শেষ পাতার এখনো পর্যন্ত কোন প্রকার আর্থিক লেনদেনযুক্ত সার্ভিস দেয় না। তাই, শেষ পাতার নামে কেউ যে কোন পরিমাণ অর্থ ডিমান্ড করলে এডমিনের সাথে যোগাযোগ করবেন।‌ 
  • এডমিনের পরমর্শের বাইরে কোন লেনদেন করে সমস্যার সম্মুখীন হইলে পরবর্তীতে শেষ পাতা কোন দায়-দায়িত্ব, সাপোর্ট বা কোন ধরনের পরমর্শ দিবে না।
  • শেষ পাতা ওয়েবসাইটে ব্যবহৃত এই থিমটির মূল স্ট্রাকচার ডিজাইন ও কোডিং শেষ পাতার নয়। শেষ পাতার থিমটি মূলত জেট থিমের ফ্রি ভার্সনকে মডিফাইড করে অতিরিক্ত সুবিধা যুক্ত করা হয়েছে। 

এই পোস্টে এখনো কোনো কমেন্ট করা হয় নি
কমেন্ট করতে ক্লিক করুন

শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।

comment url