অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ
অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ অনেকেই খোঁজ করে। আপনিও যদি তাদের মধ্যে একজন
হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই।
আজকের আর্টিকেলের মধ্যে এমন একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি সেই
অ্যাপটিতে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিয়মিত কাজ করে টাকা ইনকাম করতে
পারবেন এবং প্রতিদিনের টাকা প্রতিদিন বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট নিতে
পারবেন।
পেজ সূচিপত্রঃ
মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ
আমাদের সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো টাকা। আমরা অনেকেই
স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে পারা ভাগ্যের বিষয় বলে মনে করি।
পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে আপনি যদি ফ্রিল্যান্সিং কে বেঁচে
নিতে চান তাহলে আপনার প্রয়োজন হবে একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ। তবে আজকে
যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেই অ্যাপে কাজ করার জন্য ডেক্সটপ বা ল্যাপটপের
প্রয়োজন হবে না। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তাহলেই আজকের অ্যাপে
কাজ করে টাকা উপার্জন করতে পারেন।
আজকে যেই অ্যাপটি নিয়ে কথা বলতে চলেছি সেই অ্যাপটির নাম "Shopbase
Reseller plase" নাম দেখেই হইতো বুঝতে পেরেছেন এই অ্যাপের মাধ্যমে কি ধরনের
কাজ করা সম্ভব? না বুঝে থাকলেও সমস্যা নেই আমি বুঝিয়ে দিচ্ছি। Shopbase
অ্যাপের মাধ্যমে আপনি যেই কয়েকটি পদ্ধতিতে ইনকাম করতে পারবেন।
- মোবাইল রিচার্জ: আপনার বিকাশের টাকা থেকে অথবা সেখানে উপার্জিত টাকা দিয়ে যে কারো মোবাইলে রিচার্জ করে দিলে প্রতি হাজারে নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনার একাউন্টে জমা হবে।
- রিসেলিং করে: এই রিসেলিং এই অ্যাপের মূল ইনকাম সোর্স। এই অ্যাপের ভেতর শীতকালীন পোশাক, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক, জুয়েলারি আইটেম, গৃহসজ্জা, গ্যাজেট আইটেম সহ হাজার হাজার প্রডাক্ট স্টক করা আছে। সেই প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে আনলিমিটেড ইনকাম করা সম্ভব।
- বোনাস ইনকাম: এছাড়াও এই অ্যাপে আপনার বন্ধুদের রেফার করে ইনকাম করা সম্ভব। আপনার রেফারকৃত মেম্বার যতদিন এই অ্যাপে কাজ করবে আপনিও ততদিন রেফারেল বোনাস হিসেবে অল্প অল্প করে টাকা পেতে থাকবেন।
প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড ও একাউন্ট তৈরি
সব বেইজ অ্যাপে রিসেলিং করে ইনকাম করতে চাইলে প্রথমেই অ্যাপটি ডাউনলোড করে
একাউন্ট তৈরি করতে হবে।
- ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে "Shopbase Reseller plase" লিখে সার্চ দিয়ে অথবা নিচের বাটনে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
- ডাউনলোড করার পর নিচের দিকে privacy policy, return policy সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে নিবেন।
- এবার একটি নতুন একাউন্ট তৈরি করতে হবে।
- একাউন্ট করার জন্য "রেজিস্ট্রেশন" অপশনে ক্লিক করুন।
- এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে "ওটিপি পাঠান" অপশনে ক্লিক করুন।
- আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি OTP যাবে OTP বসিয়ে সাবমিট করুন।
- এবার মোবাইল নাম্বার, আপনার নাম, ফেসবুক পেজের নাম (যেকোনো নাম), জেলা এবং বিস্তারিত ঠিকানা দিন।
- নিচে ২ যায়গায় একই পাসওয়ার্ড বসিয়ে দিন।
- সেলার কোডের যায়গায় 172417 এই কোডটি দিয়ে রেজিস্ট্রেশন কনফার্ম করুন। ( 172417 এই কোড না দিলে রেফার করে ইনকাম করতে পারবেন না।)
- রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনার দেওয়া মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
অ্যাপের ইন্টারফেস বোঝা
রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে শপবেইজ অ্যাপের ইন্টারফেস ভালোভাবে
বুঝতে হবে। ডানদিকের উপরের ৩ লাইনস অপশনে ক্লিক করলে মেনুবার দেখতে পাবেন
সেখান থেকে সমস্ত অপশন গুলো ভালো ভাবে বুঝে নেবেন। মেনুবারে গিয়ে যে সকল
অপশন দেখতে পাবেন:
- হোম: লগইন করার পর যেই পেইজ দেখতে পাচ্ছেন সেটাই হোম পেইজ।
- প্রোফাইল: এই অপশনে গিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা সহ সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন।
- নতুন পোস্ট: নতুন কোন কোন প্রোডাক্ট এসেছে সেগুলো দেখার জন্য।
- সকল প্রোডাক্ট: শপবেইজে থাকা সকল প্রডাক্ট দেখতে পাবেন।
- প্রোডাক্টের ভিডিও: সমস্ত প্রোডাক্ট এর ভিডিও পাবেন। তবে এই অপশনের প্রয়োজন হয় না। কারণ, প্রতিটি প্রোডাক্ট এর নিচে ভিডিও লিংক দেয়া থাকে।
- ফেভারিট প্রোডাক্ট: আপনি চাইলে যে কোন প্রোডাক্ট এ ফেভারিট করে রেখে পরবর্তীতে এখান থেকে দেখতে পাবেন।
- স্টক আউট প্রোডাক্ট: প্রয়োজন নেই।
- অর্ডার লিস্ট: আপনার সকল কাস্টমারের অর্ডার এখান থেকে দেখতে এবং কুরিয়ার ট্যাকিং করতে পারবেন।
- কার্ট লিস্ট: অর্ডার করার জন্য যে সকল প্রোডাক্ট বাছাই করেছেন সেগুলো দেখতে এবং এডিট করতে পারেন।
- সেলস & প্রফিট: আপনি কতটাকার প্রোডাক্টে বিক্রি করেছেন এবং সেগুলো থেকে কত টাকা লাভ করেছেন সেগুলো দেখতে পাবেন।
- ব্যালেন্স স্টেটমেন্ট: আপনি কবে কত টাকা উত্তোলন করেছেন।
- অ্যাড একাউন্ট: টাকা উত্তোলনের জন্য বিকাশ এবং নগদ একাউন্ট এড করতে পারবেন।
- টাকা উত্তোলন: আপনার প্রফিট কৃত টাকা উত্তোলনের জন্য।
প্রোডাক্ট বাছাই ও পোস্ট করা
প্রথমে যেহেতু বলেছি আজকের দেখানো অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপটির
মাধ্যমে রিসেলিং করে ইনকাম করতে পারবেন। তাই, এখন আপনাকে বাছাই করতে হবে
কোন প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন। মেনুবার থেকে ক্যাটাগরি সিলেক্ট
করে কোন ক্যাটাগরির কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা ওপেন করুন
- এবার "পণ্যের বিবরণ" কপি করুন।
- ছবি ডাউনলোড করুন।
- প্রয়োজনে ভিডিও দেখে সেগুলো ডাউনলোড করতে পারেন।
- এবার উপরে থাকা প্রাইস দেখুন।
- প্রোডাক্টের ইনফরমেশন নেওয়া কমপ্লিট হইলে সেগুলো আপনার ফেসবুক, ফেসবুক মার্কেটপ্লেস, ইমু মার্কেটপ্লেস বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- কাস্টমার রা আপনার শেয়ার কৃত প্রোডাক্ট ক্রয় করতে চাইলে আপনি কাস্টমারের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করুন।
বিঃদ্রঃ প্রতিটি প্রোডাক্টের দামের সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে। এবং
প্রথম ২টা অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
ডেলিভারি চার্জ:
ঢাকার ভিতরে ৭০ টাকা।
ঢাকার বাইরে ১২০ টাকা।
অ্যাপে অর্ডার সাবমিট করার নিয়ম
কাস্টমার যদি কোন প্রোডাক্ট নিতে চাই। অর্থাৎ, কোন প্রোডাক্টের অর্ডার
কনফার্ম হইলে Shopbase অ্যাপে গিয়ে সাবমিট দিতে হবে।
- সাবমিট করার জন্য সকল প্রোডাক্ট অপশনে যান।
- কাস্টমারের অর্ডারকৃত প্রোডাক্টটি নির্বাচন করুন।
- সাইজ, পরিমান এবং বিক্রয় মূল্য দিন।
- "অর্ডার তালিকায় অ্যাড করুন" অপশনে ক্লিক করুন।
- একই কাস্টমার একসাথে আরো অন্যান্য প্রোডাক্ট নিতে চাইলে "সিলেল্ক প্রোডাক্ট" অপশনে ক্লিক করে অন্যান্য প্রোডাক্ট অর্ডার তালিকায় অ্যাড করুন।
- সকল প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেলে "অর্ডার করুন" অপশনে ক্লিক করুন।
- উপরের শর্ত সমূহ পড়ুন এবং "হ্যাঁ আমি রাজি" অপশনে ক্লিক করুন।
- এখানে নিচের ছবির মত করে কাস্টমারের ডিটেলস দিয়ে অর্ডার কনফার্ম করুন।
অর্ডার চেক ও কুরিয়ার ট্যাকিং
কোন প্রোডাক্টের অর্ডার সাবমিট দেয়ার পর সেই পার্সেলটি বর্তমানে কোন
অবস্থায় আছে সেটা জানার জন্য "অর্ডার লিস্ট" অপশনে গিয়ে দেখতে পারবেন।
অর্ডার লিস্ট অপশনে গিয়ে সকল অর্ডার চেক করতে পারবেন। এখান থেকে
"বিস্তারিত" অপশনে ক্লিক করলে প্রোডাক্ট এর বর্তমান অবস্থা এবং কুরিয়ার
ট্যাকিং লিংক দেখতে পাবেন। টেকিং লিংক কপি করে ব্রাউজারে পেস করলে
সরাসরি কুরিয়ারের ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডারটির বর্তমান অবস্থা দেখতে
পাবেন এবং পার্সেলটি যে রাইডার এর কাছে আছে সে রাইদারের নাম মোবাইল নাম্বার
পেয়ে যাবেন চাইলে ফোন দিয়ে কথাও বলতে পারবেন। কাস্টমারের বিশ্বাসযোগ্যতা
অর্জনের জন্য এই লিংক কাস্টমারকে দিতে পারেন।
এক্সট্রা ইনকাম করার উপায় ও টিপস
রিসেলিং এর পাশাপাশি Shopbase অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করে দিয়ে
এবং বন্ধুদের রেফার করে ইনকাম করা যায়।
- মোবাইল রিচার্জ: মোবাইল রিচার্জ করার জন্য
- হোমপেজ থেকে "মোবাইল রিচার্জ" অপশনে ক্লিক করুন।
- অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করুন।
- অ্যাপে ব্যালেন্স থাকলে "রিসেলিং ব্যালেন্স" সিলেক্ট করুন।
- ব্যালেন্স না থাকলে "অনলাইন ব্যালেন্স" সিলেক্ট করুন।
- কতটাকা অ্যাড করতে চাচ্ছেন সেটা দিয়ে "পরবর্তী" ক্লিক করুন।
- বিকাশ/নগদ সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বার দিয়ে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করুন।
- পেমেন্ট সম্পূর্ণ হইলে আবারো হোমপেজে যান।
- মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করুন।
- মোবাইল নাম্বার, অপরেটর এবং ধরন সিলেক্ট করুন।
- রিচার্জ এমাউন্ট দিয়ে রিচার্জ সম্পন্ন করুন।
- বন্ধুদের রেফার করে ইনকাম:বন্ধুদের রেফার করলে এককালীন কোন টাকা পাবেন না। যাকে রেফার করবেন সে যতদিন কাজ করবে ততদিন আপনি টাকা পেতে থাকবেন। কতটাকা পাবেন তা জানতে হোমপেজ থেকে "প্যাসিভ ইনকাম" অপশনে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। আর বন্ধুদের রেফার করতে চাইলে মেনু বার থেকে "প্যাসিভ ইন. প্যানেল" অপশনে ক্লিক করুন। উপরে আপনার ৬ সংখ্যার সেলার কোড দেখতে পাবেন। আপনার বন্ধুদেরকে একাউন্ট খোলার সময় আপনার সেলার কোড দিতে বলবেন তাহলেই আপনার রেফার সম্পন্ন হবে।
টাকা উত্তোলন
রিসেলিং এর মাধ্যমে উপার্জন করা টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে উত্তোলন
করতে পারবেন। টাকা উত্তোলনের জন্য
- মেনুবার থেকে "অ্যাড একাউন্ট" অপশনে ক্লিক করুন।
- একাউন্টের ধরন এর জায়গায় Bkash অথবা Nagad সিলেক্ট করুন।
- একাউন্ট নাম্বার দিয়ে সেভ করুন।
- আবারো মেনুবার থেকে "টাকা উত্তোলন" এর 'উত্তোলন করুন' অপশনে ক্লিক করুন।
- একাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ লিখুন।
- "ইনস্ট্যান্ট পেমেন্ট" অথবা "রেগুলার পেমেন্ট" সিলেক্ট করে সাবমিট করুন।
ইনস্ট্যান্ট পেমেন্টে সাথে সাথেই পেমেন্ট পেয়ে যাবেন (প্রতি হাজারে ৫টাকা
কেটে নিবে)। আর রেগুলার পেমেন্টে ১২ ঘন্টা সময় নিবে (কোন খরচ নেই)।
শেষ কথা
আজকের আর্টিকেলের মাধ্যমে বর্তমান সময়ের সেরা অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ
Shopbase Reseller plase এ কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কাজ
করবেন এবং কাজ করার পর কিভাবে টাকা উত্তোলন করবেন সমস্ত বিষয়ে বিস্তারিত
আলোচনা করার চেষ্টা করেছি। এর পরেও কাজ করতে গিয়ে কোন সমস্যা হইলে শপবেইজ
বিডির
অফিসিয়াল ফেইসবুক পেইজে
ম্যাছেজ দিতে পারেন অথবা আমাদের শেষ পাতা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন
করতে পারেন। আর সবশেষে একটা কথায় বলি এই ধরনের কাজ শুধুমাত্র পার্টটাইম কাজ
হিসেবে রাখা ভালো।
শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।
comment url