ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম
ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম করার উপায় জানা থাকলে যে কেউ সামান্য কিছু
কাজ করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে হাতে থাকা মোবাইল ব্যবহার করে টাকা ইনকাম করতে
পারবে।
বর্তমানে সকলের একটি ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডির মাধ্যমেই আপনি ফেসবুকের
মার্কেটপ্লেস ব্যবহার করুন প্রতিনিয়ত টাকা ইনকাম করতে পারবেন। তবে সেই টাকা
ফেসবুক আপনাকে দেবে না। তাহলে কে দেবে আর্টিকেলটি সম্পন্ন পড়লেই বুঝতে পারবেন।
পেজ সূচিপত্রঃ
ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করার উপায়
ফেসবুকের মাধ্যমে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায় তবে আজকের আজকালের
মাধ্যমে ফেসবুক মার্কেটে ব্যবহার করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেই
বিষয়েই আলোচনা করব। ফেসবুক মার্কেটপ্লেস মূলত একটি বাজারের মতো যেখানে
বিভিন্ন ধরনের কাস্টমার থাকে এবং দোকানদাররা থাকে। যদি সেখানে দোকানদার
হিসেবে কোন প্রোডাক্ট বিক্রয় করতে পারেন তাহলে সেখান থেকে ইনকাম করতে
পারবেন। এবং আপনি প্রোডাক্ট বিক্রি করার জন্য facebook কে কোন প্রকার টাকা
পয়সা দিতে হবে না তার সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং
করতে পারবেন।
এখন ভাবতে পারবেন আপনি কি প্রোডাক্টের মার্কেটিং করবেন? আপনার কাছে তো কোন
প্রোডাক্ট নেই তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন? কোন সমস্যা নেই আজকের
আর্টিকেলের মাধ্যমে সকল নিয়ম কানুন দেখিয়ে দেয়া হবে আপনার কাছে
প্রোডাক্ট না থাকলেও আপনি ইনকাম করতে পারবেন। প্রথমত প্রোডাক্ট সংগ্রহ করে
সেই প্রোডাক্টের বিস্তারিত লিখে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হবে
আপনার পোস্ট দেখে কোন কাস্টমার কিনতে আগ্রহী হলে তারা আপনার প্রোডাক্ট
ক্রয় করবে। আর আপনার প্রোডাক্ট ক্রয় করছে মানেই তো আপনার ইনকাম।
পোডাক্ট সংগ্রহ
বিক্রয় করার মত আপনার কাছে যদি কোন প্রোডাক্ট থাকে তাহলে এই সেকশনটি আপনার
জন্য নয়। এই এই অংশটুকু শুধুমাত্র তাদের জন্যই যাদের কাছে বিক্রয় করার মত
কোন প্রোডাক্ট নেই। আপনার কাছে যদি বিক্রয় করার মত কোন প্রোডাক্ট না থাকে
এবং কোথায় থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন সেই বিষয়েও কোন ধারণা না থাকে
তাহলে আপনি শপবেইজ বিডি থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে পারেন। তাদের
প্রতিটি প্রোডাক্টের নির্দিষ্ট পাইকারি মূল্য দেওয়া থাকে সেই মূল্য থেকে
বেশি বিক্রি করে প্রফিট করা সম্ভব।
তাদের কাছে ছেলে, মেয়ে উভয়েরই পোশাকের হিউজ কালেকশন, গেজেট আইটেম, নিত্য
প্রয়োজনীয় পূর্ণসহ অন্যান্য হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন। আর
শপবেইজ এর সবচেয়ে ভালো দিক হলো এখানে রেজিস্টেশন করতে কোন প্রকার টাকা
পয়সা দেওয়া লাগে না। শপবেইজের নামে যদি কেউ টাকা পয়সা চাই তাহলে বুঝে
নেবেন সে প্রতারক।
শপবেইজে কীভাবে কাজ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে শেষ পাতা ওয়েবসাইটের
"অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ" এই পোস্টটি পড়তে পারেন। এই অ্যাপের
রেজিস্ট্রেশন করতে কোন টাকা পয়সা লাগে না। তবে একটি সেলার কোড প্রয়োজন হয়
সেলার কোড হিসেবে নিচের সেলার কোডটি ব্যবহার করতে পারেন।
সেলার কোড: 172417
আইডি কাস্টমাইজ
ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনার একটি ফেসবুক আইডি থাকতে হবে। এবং সেই আইডি টি মার্কেটপ্লেস এর উপযোগী করে কাস্টমাইজ করতে হবে। মার্কেটপ্লেস এ কাজ করার জন্য দুই প্রকার আইডি তৈরি করতে পারেন।
১) পার্সোনাল একাউন্ট: আপনি যদি পার্সোনাল একাউন্টের মাধ্যমে মার্কেটপ্লেসে কাজ করতে চান তাহলে নিচের বিষয়গুলো ফলো করুন
- আইডিতে ভুল নাম দেওয়া যাবে না।
- প্রোফাইলে নিজের ছবি থাকতে হবে।
- আপনার ঠিকানা দেয়া থাকতে হবে।
- নিয়মিত পোস্ট করতে হবে।
- মেসেঞ্জারে এক্টিভ ও কাস্টমারের সাথে কথা বলতে হবে।
- ফেসবুকে আজেবাজে কোন কিছু শেয়ার করা যাবে না।
- আইডিটি এমন ভাবে তৈরি করতে হবে যাতে দেখে বোঝা যায় এটি ফেক আইডি না।
২) বিজনেস একাউন্ট: আপনি যদি পার্সোনাল একাউন্ট দিয়ে ফেসবুক মার্কেটপ্লেসে কাজ না করতে চান তাহলে বিজনেস করার জন্য আলাদা একাউন্ট খুলতে হবে। বিজনেস একাউন্টে কাজ করার জন্য নিচের নিয়ম গুলো অনুসরণ করুন
- এমন নাম দেবেন যেন বোঝা যায় আপনি প্রোডাক্ট বিক্রি করেন। যেমন: online shop, product hub ইত্যাদি।
- বিজনেস মোবাইল নাম্বার দিয়ে রাখবেন।
- আইডিতে পার্সোনাল কোন কিছু শেয়ার করবেন না।
- নিয়মিত প্রোডাক্ট সম্পর্কিত পোস্ট করবেন।
- ফলোয়ার বাড়ানোর চেষ্টা করুন।
- প্রতিনিয়ত কমেন্ট চেক করুন ও রিপ্লাই করুন।
- প্রফেশনাল লোগো ব্যবহার করলে ভালো হয়।
- একটিভ থাকুন ও ম্যাসেজ চেক করুন।
পোস্ট পাবলিশ
আইডি কমপ্লিট ভাবে সাজানো গোছানো হয়ে গেলে এবার ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হবে ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করার জন্য প্রথমেই
- ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
- ডানপাশে উপরে থাকা থ্রি লাইন অপশনে ক্লিক করুন।
- এবার Marketplace অপশনে ক্লিক করুন।
- তারপর Sell অপশনে ক্লিক করুন।
- ৩টি অপশন পাবেন Items অপশনে ক্লিক করুন।
- ছবি আপলোড করুন।
- টাইটেলে প্রোডাক্টের নাম দিন।
- Price এর স্থানে আপনি কতটাকায় বিক্রি করতে চান সেটা লিখুন।
- Category অটোমেটিক নিয়ে নিবে।
- Condition এ New দিয় দিন।
- Description এ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখে দিন।
- Additional অপশনে ক্লিক করুন।
- Tags অপশনে প্রোডাক্টের সাথে মিল রেখে কয়েকটি ট্যাগ দিয়ে দিন।
- Availability অপশনে List as In Stock সিলেক্ট করুন।
- নিচের Door Dropoff অশনে টিক মার্ক দিন।
- Next ক্লিক করে publish করে দিন।
পোস্ট আপডেট রাখার উপায়
প্রথম অবস্থায় আপনার পোস্টে ভিউ হচ্ছে কিনা সেটা দেখার দরকার নেই। আপনি নিয়মিত পোস্ট করতে থাকুন দেখবেন আপনার পোস্টে ভিউ আসবে এবং প্রতিনিয়ত আপনার প্রোডাক্ট ক্রয় করার জন্য কাস্টমাররা আপনাকে মেসেজ দিবে। নিয়মিত পোস্ট করার পাশাপাশি আপনার পোস্টগুলো আপডেট রাখতে হবে পোস্ট আপডেট করার জন্য দু একদিন পরপর চেক করবেন যদি কোন পোস্ট আপডেট করার প্রয়োজন হয় আপডেট করবেন আপডেট করার জন্য
- ফেসবুকে গিয়ে মার্কেটপ্লেস অপনে যান।
- ডান দিকের প্রোভাইল আইকনে ক্লিক করুন।
- Quick actions অপশনে ক্লিক করুন।
- Renew অপশনে ক্লিক করুন।
- সবগুলো পোস্ট সিলেক্ট করুন।
- নিচের Renew অপশনে ক্লিক করুন।
উপরে দেখানোর নিয়ম অনুযায়ী কয়েকদিন পর পরে আপনি সকল পোস্ট রিনিউ করবেন তাহলেই আপনার পোস্ট ভাইরাল হবে এবং অর্ডার আসবে।
ফেসবুক মার্কেটপ্লেস সম্পর্কে টিপস
- নিয়মিত পোস্ট করুন।
- মানসম্মত প্রোডাক্ট বাছাই করে পোস্ট করুন।
- ট্রেন্ডিংয়ে থাকা প্রোডাক্ট আপলোড করুন।
- কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন।
- কাস্টমারকে স্যার বলে সম্বোধন করুন।
- প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কাস্টমারকে আগেই অবগত করুন।
- প্রোডাক্ট পরিষ্কার ও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এমন ছবি পোস্ট করুন।
- আকর্ষণীয় টাইটেল ও সঠিক বিবরণ ব্যবহার করুন।
- পোস্টের সঠিক দাম লিখা নিশ্চিত করুন।
- প্রয়োজনে কাস্টমারকে দরদাম করার সুযোগ দিন।
- বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করুন।
- কাস্টমারের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।
শেষ কথা
আজকের আর্টিকেলের মাধ্যমে ফেসবুক মার্কেটপ্লেস এ কিভাবে ইনকাম করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রয় করার জন্য প্রোডাক্ট কোথায় পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে শেষ পাতা ওয়েবসাইটের "টাকা ইনকাম করার অ্যাপ" এই আর্টিকেলটি পড়তে হবে। এই দুইটি আর্টিকেলের সমন্বয়ে কাজ করলে আশা করি ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে রিসেলিং করে ইনকাম করতে পারবেন আর্টিকেলটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ।
শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।
comment url