অভ্র দিয়ে SutonyMJ ফন্ট লিখার নিয়ম
অভ্র কিবোর্ড দিয়ে অফিসিয়াল ফন্ট SutonyMJ ফন্টে লেখার নিয়ম নিয়েই আজকের আর্টিকেল। তাই, আপনি যদি একজন কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই।
আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা Avro কিবোর্ড দিয়ে সমস্ত কিছু লিখতে পারলেও অফিসিয়াল কোন কাজে অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন না। কিন্তু আজকের আর্টিকেলটি পড়ার পর থেকে আপনি অভ্র কিবোর্ড দিয়েই অফিসিয়াল সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন।
পেজ সূচিপত্রঃ
অভ্র দিয়ে SutonyMJ ফন্ট লিখার নিয়ম
কম্পিউটার ব্যবহারকারী সকলকেই কোন না কোন সময় অফিসিয়াল কোন কাজের জন্য কম্পিউটারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য টাইপ করার প্রয়োজন পড়ে। কিন্তু যারা সাধারণত অভ্র কিবোর্ড ব্যবহার করে অভ্যস্ত তারা বিজয় কিবোর্ড এ গিয়ে লিখতে পারে না। বা অনেক অপচয় হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন অভ্র কিবোর্ড দিয়েও অফিসিয়াল যে কোন ডকুমেন্ট SutonyMJ ফন্ট দিয়ে লেখা সম্ভব।
আপনার কম্পিউটারে থাকা অভ্র কিবোর্ড দিয়ে SutonyMJ ফন্ট লেখার জন্য Avro কিবোর্ডের সেটিংস এ গিয়ে কিছু কাস্টমাইজ করতে হবে। এবং আপনি যে সফটওয়্যার দিয়ে অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করেন সেই সফটওয়্যার এ SutonyMJ ফন্ট ইনস্টল থাকা লাগবে। এবং লিখার ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রেখে লিখতে হবে তাহলে আপনি SutonyMJ ফন্ট দিয়ে অভ্র কিবোর্ড ব্যবহার করেই সমস্ত অফিশিয়াল কাজ করতে পারবেন। চলুন তবে স্টেপ বাই স্টেপ দেখে আশা যাক।
প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড
অভ্র কিবোর্ড দিয়ে অফিসিয়াল ফন্ট লিখার জন্য প্রথমে আমাদেরকে অভ্র কিবোর্ড ডাউনলোড করতে হবে। আপনার কম্পিউটারে যদি আগে থেকেই অভ্র কিবোর্ড থেকে থাকে তাহলে নতুন ভাবে ডাউনলোড করার প্রয়োজন নেই। যাদের কম্পিউটারে অভ্র কিবোর্ড নেই তারা অংশ কিবোর্ড ডাউনলোড করে নেবেন। অভ্র কিবোর্ড ডাউনলোড করতে অভ্র কিবোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করুন।
কিবোর্ড ডাউনলোড হয়ে গেলে আপনি যে ফন্ট ব্যবহার করে অফিশিয়াল কাজ করবেন অর্থাৎ SutonyMJ ফন্ট আপনার কম্পিউটারে ইন্সটল করতে হবে। ফন্ট আপনার কম্পিউটারে ইন্সটল করার জন্য প্রথমেই এখান থেকে SutonyMJ ফন্ট ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। এবার প্রয়োজন হবে আপনি যে সফটওয়্যার ব্যবহার করে অফিশিয়াল সমস্ত কাজ করবেন সেই সফটওয়্যারের।
আমরা সাধারণত যে কোন অফিশিয়াল কিছু টাইপ করার জন্য microsoft word ব্যবহার করে থাকি তাই মাইক্রোসফট ওয়ার্ড আপনার কম্পিউটারে ইন্সটল করুন। অভ্র কিবোর্ড, SutonyMJ ফন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড আপনার কম্পিউটারে ডাউনলোড এবং ইন্সটল করা হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ অনুসরণ করুন।
অভ্র কিবোর্ড সেটআপ
অভ্র কিবোর্ড দিয়ে SutonyMJ ফন্ট লেখার জন্য অভ্র কিবোর্ড ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করার পর অভ্র কিবোর্ড এর সেটিংস আইকনে ক্লিক করুন। এখানে বেশ কয়েকটি অপশন পাবেন আমাদের অন্য কোন সেটিংস এর প্রয়োজন নেই। শুধু ২ ও ৩ নম্বর অপশন গুলোর মধ্যে থাকবে
output as Unicode (Recommended)
output as ANSI (Are you sure?)
ডিফল্টভাবেই প্রথমটা সিলেক্ট করা থাকবে। অফিশিয়াল ফন্ট লিখতে চাইলে নিচের অপশনটি অর্থাৎ Output as ANSI অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এবার আপনার কম্পিউটার স্ক্রিনে একটি পপ-আপ ম্যাছেজ আসবে use ANSI anyway অপশনে ক্লিক করবেন। তাহলেই অভ্র কিবোর্ড এর সেটআপ সম্পূর্ণ হবে এবার প্রয়োজনে কম্পিউটার কয়েকবার রিফ্রেশ দিয়ে নিতে পারেন।
Microsoft word এ SutonyMJ ফন্ট নির্বাচন
অভ্র কিবোর্ড এর সেটআপ শেষ করে কম্পিউটার কয়েকবার রিপ্লেস দেয়ার পর আপনি যে সফটওয়ারে অফিশিয়াল ডকুমেন্ট লিখতে চান সেই সফটওয়্যার ওপেন করুন। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে আমরা যে কোন ডকুমেন্ট লিখে থাকি তাই মাইক্রোসফট ওয়ার্ডে Blank page ওপেন করুন। এবার ফন্ট হিসেবে আপনি SutonyMJ ফন্ট নির্বাচন করুন। কম্পিউটারে SutonyMJ ফন্ট থাকা সত্বেও যদি আপনি ফন্ট লিস্টে সেই ফন্ট না দেখতে পান তাহলে আপনি "ঝঁঃড়হহূগঔ" এই ফন্টটি নির্বাচন করুন।
প্রয়োজনীয় তথ্য টাইপ করার উপায়
আপনার কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডে কাঙ্খিত ডকুমেন্টের পেইজে SutonyMJ ফন্ট নির্বাচন করা হয়ে গেলে আপনার অফিসিয়াল সকল কাজ অভ্র কিবোর্ড দিয়েই করতে পারবেন। ম্যাগাজিনের জন্য লিখা, প্রিন্ট আউট করার জন্য লিখা, অফিসের ফাইল তৈরি, দরখাস্তের জন্য টাইপ করা, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি সহ অন্য সকল ধরনের অফিসিয়াল কাজে SutonyMJ ফন্ট ব্যবহার করা হয়। তাই অনেকেই অভ্র কিবোর্ড সবসময় ব্যবহার করার পরেও অফিসিয়াল কাজ করার সময় বিজয় কিবোর্ড ব্যবহার করে। কিন্তু আজকের পর থেকে প্রয়োজনীয় তথ্য টাইপ করার জন্য অফিসিয়াল ফন্টে অভ্র কিবোর্ড ব্যবহার করেই লিখতে পারবেন।
অভ্র কিবোর্ড এর সেটিংস পরিচিতি
এই পর্যায়ে এসে আমরা অভ্র কিবোর্ডের সাধারণ কিছু সেটিংস নিয়ে কথা বলব তবে বলে রাখা ভালো এটি শুধুমাত্র নতুনদের জন্য। অশো কিবোর্ড ডাউনলোড করলে কম্পিউটার স্কিনের উপরে ডানের দিকে অভ্র কিবোর্ডের বেশ কিছু অপশন পেয়ে যাবেন সেগুলো নিয়ে কথা বলব। কম্পিউটারের উপরে থাকা অভ্র কিবোর্ড বারের
- প্রথমেই রয়েছে লোগো
- তার ডানপাশে ভাষা চেঞ্জ করার অপশন। তবে কিবোর্ড শর্টকাট এর মাধ্যমেও ভাষা চেঞ্জ করা যায়।
- তৃতীয় আইকনে ক্লিক করলে অভ্র কিবোর্ড এর ফোনেটিক ভিউ দৃশ্যমান হবে। এই ফোনেটিক ভিউ দেখে নতুনরা লিখতে পারবেন।
- চতুর্থ আইকনে ক্লিক করলে মাউস দিয়ে টাইপ করার কিবোর্ড দৃশ্যমান হবে।
- পঞ্চম আইকনে ক্লিক করে বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারবেন।
- ষষ্ঠ আইকনে ক্লিক করলে অভ্র কিবোর্ড এর ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সাইট দেখতে পাবেন।
- সপ্তম আইকন অভ্র কিবোর্ড এর হেল্পলাইন।
- সর্বশেষ আইকনটিতে ক্লিক করে অভ্র কিবোর্ড এর পুরা অপশনটি ক্লোজ করতে অথবা এটি কম্পিউটার স্কিনের নিচে নিয়ে আসতে পারবেন।
অভ্র কিবোর্ড এর গুরুত্বপূর্ণ টিপস
- অভ্র কিবোর্ডে অটো কারেকশন ফিচারটি চালু করে টাইপিংয়ের সময় ভুল বানান সংশোধন করুন।
- আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টম শর্টকাট যুক্ত করতে পারেন।
- অভ্র কিবোর্ডে বিজয় লেআউটসহ অন্যান্য লেআউটও সাপোর্ট করে।
- অভ্র কিবোর্ড ইন্টারনেট ছাড়াই কাজ করে, তাই এটি সর্বত্র ব্যবহার উপযোগী।
- নিজস্ব টাইপিং অভ্যাস অনুযায়ী কীম্যাপ কাস্টমাইজ করুন।
- দ্রুত কাজের জন্য হটকি ব্যবহার করুন। যেমন, "Ctrl + M" দিয়ে মেনু চালু করা।
- ইংরেজি টাইপিংয়ের জন্য ডিরেক্ট মোড চালু করুন।
- আপনার পছন্দ অনুযায়ী অভ্র কিবোর্ডের থিম কাস্টমাইজ করতে পারেন।
- লেখার সময় লাইনের সীমা নির্ধারণ করে সুন্দর আউটপুট তৈরি করুন।
- সর্বশেষ ফিচার পেতে সফটওয়্যার আপডেট রাখুন।
- বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় টাইপ করতে এই কিবোর্ড ব্যবহার করুন।
শেষ কথা
আপনারা যারা আপনাদের কম্পিউটারে অভ্র কিবোর্ড ব্যবহার করে টাইপিং এর কাজ করেন আশাকরি তাঁরা আজকের আর্টিকেল পড়ে উপকৃত হয়েছেন। আজকের দেখানোর নিয়ম অনুসরণ করি অভ্র কিবোর্ড দিয়ে অফিশিয়াল ফন্টে যেকোনো কিছু লিখতে পারেন। আর্টিকেলটি পড়ে উপকৃত হইলে পরিচিতদের সাথে শেয়ার করুন।
শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।
comment url