কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায়

কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায় জানা প্রতিটি কম্পিউটার ব্যবহারকারীদের জন্যই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। উইন্ডোজ, ম্যাক এবং লিনেক্স অপারেটিং সিস্টেমে পরিচালিত সকল কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার নিয়ম নিয়েই আজকে আলোচনা করতে চলেছি।
কম্পিউটার-স্বয়ংক্রিয়ভাবে-বন্ধ-হওয়ার-উপায়
আপনি যজি যুগের সাথে তাল মিলিয়ে আপনার কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে আরো স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। কারণ আজকে আলোচনা করতে চলেছি অটোমেটিক ভাবে কম্পিউটার বন্ধ করার উপায় নিয়ে।

পেজ সূচিপত্রঃ কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায়

কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায়

কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিসিয়াল সকল প্রকার গুরুত্বপূর্ণ কাজ এমনকি বিনোদনের জন্য আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। অনেক সময় কম্পিউটার ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়ি অথবা কাজ শেষে আমরা অনেকেই কম্পিউটার বন্ধ করতে ভুলে যায়। যার ফলে বিদ্যুতের অপচয় হয় এবং কম্পিউটারের হার্ডওয়্যারের উপরে দীর্ঘ মেয়াদি প্রভাব পড়তে পারে। এর সমাধান হতে পারে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার সিস্টেম জেনে তা কম্পিউটারে চালু করার মাধ্যমে।

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পরিচালিত কম্পিউটার ব্যবহার করলেও অনেকেই ম্যাক ডিভাইস অথবা লিন্যাক্স পরিচালিত কম্পিউটার ব্যবহার করতে পারেন। আপনার ব্যবহারিত ডিভাইসটি যে সিস্টেমে পরিচালিত হোক না কেন অটোমেটিক বন্ধ করার পদ্ধতি চালু করা সম্ভব। তবে এক একটি ডিভাইসে একেক রকম পদ্ধতি অবলম্বন করে এটি চালু করতে হয়। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সিডিউল ব্যবহার করে করা সম্ভব হলেও অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে পদ্ধতি অন্যরকম হয়ে থাকে।

স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করার প্রয়োজনীয়তা

কম্পিউটার ব্যবহারের সময় বিভিন্ন কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার প্রয়োজন হতে পারে। নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো: 
  • বিদ্যুৎ সাশ্রয়: অনেক সময় আমরা কাজ শেষে কম্পিউটার বন্ধ করতে ভুলে যায়। বিশেষ করে রাতে কাজ শেষে কম্পিউটার বন্ধ করতে ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লে পুরো রাত ধরে ডিভাইসটি চালু থাকে এবং বিদ্যুতের অপচয় ঘটায়। আর কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায় অবলম্বন করলে বিদ্যুতের অপচয় বোধ করা সম্ভব।
  • কম্পিউটারের হার্ডওয়্যারের সুরক্ষা: কম্পিউটার দীর্ঘ সময় ধরে চালু থাকলে প্রসেসর হার্ড ড্রাইভ কুলিং সিস্টেম সহ অন্যান্য হার্ডওয়ারের উপর চাপ পড়ে। অন্যদিকে স্বয়ংক্রিয় শাটডাউনের মাধ্যমে আরামদায়ক ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। 
  • অনুপস্থিতিতে কাজ সম্পন্ন করা: যেকোনো ধরনের বড় ফাইল ডাউনলোড ব্যাকআপ তৈরি করার জন্য অথবা ভিডিও রেন্ডারিং করার জন্য অনেক সময় ধরে কম্পিউটার চালু রাখতে হয়। এ সময় ব্যবহারকারী কম্পিউটার সামনে না থাকলেও কাজ সম্পূর্ণ হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 
  • শিডিউল মেনে কাজ: যারা নির্দিষ্ট শিডিউল তৈরি করে কম্পিউটার ব্যবহার করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার হতে পারে। কারণ কম্পিউটার ব্যবহারের সময় শিডিউল নির্ধারণ করা থাকলে নির্দিষ্ট সময়ে অটোমেটিক কম্পিউটার বন্ধ হয়ে যায় এবং কাজের শৃঙ্খলা বজায় থাকে। 
  • নিরাপত্তা: কম্পিউটার চালু অবস্থায় রেখে চলে গেলে অন্য কেউ প্রবেশ করতে পারে এবং যেকোন গুরুত্বপূর্ণ ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে তাই স্বয়ংক্রিয় শাটডাউন সেট করে রাখলে এটি বন্ধ হয়ে যায় এবং সকল কিছু সুরক্ষিত থাকে।
  • উন্নত ব্যবস্থাপনা: যে সকল প্রতিষ্ঠানে বা অফিসে একাধিক কম্পিউটার ব্যবহৃত হয় সেগুলো নির্ধারিত সময়ে বন্ধ করার প্রয়োজন হয়। এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা গেলে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং কাজ দ্রুত ও সহজ হয়।

উইন্ডোজ কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার নিয়ম

উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিচালিত কম্পিউটারে বিভিন্নভাবে অটোমেটিক শাটডাউন সিস্টেম চালু করা যায় তার মধ্যে একটি হলো Task Schedulel ব্যবহার করা। এটি ব্যবহার করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
  • কম্পিউটারের মেনুর সার্চ বারে Task Scheduler লিখে সার্চ করে ওপেন করুন।
  • ডান পাশে থাকা Create Basic Task এ ক্লিক করুন।
  • ইচ্ছা মতো একটি নাম দিয়ে Next ক্লিক করুন।
  • এবার Daily, Weekly, One time অথবা আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনটি সিলেক্ট করে Next ক্লিক করুন।
  • এবার তারিখ ও সময় সেট করে Next চাপুন।
  • এখান থেকে Start a program সিলেক্ট করে Next ক্লিক করুন।
  • Program/script বক্সে shutdown.exe লিখুন এবং Add a arguments (optional) বক্সে -s লিখে Next চাপুন।
  • সমস্ত ডিটেইলস আরো একবার চেক করে Finish ক্লিক করে কাজ সম্পন্ন করুন। 
তাহলেই আপনার দেওয়া সময়ে অটোমেটিক কম্পিউটার শাটডাউন হয়ে যাবে।

ম্যাক পরিচালিত কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে শাটডাউন এর উপায়

ম্যাক চালিত কম্পিউটারে অটোমেটিক শাটডাউন করার জন্য বিল্ট-ইন টুলস দেওয়া রয়েছে। ম্যাক পরিচালিত কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায় নিচে আলোচনা করা হলো:
  • অ্যাপল মেনু থেকে system preference অপশনে প্রবেশ করুন।
  • Energy saver/ Battery অপশনে ক্লিক করুন।
  • নিচে থাকা schedule... অপশনে ক্লিক করুন।
  • Shut down এর পাশের চেকবক্সে ক্লিক করুন।
  • এবার দিন ও সময় নির্ধারণ করুন।
  • সমস্ত কিছু ঠিকঠাক থাকলে OK তে ক্লিক করুন।
তাহলেই আপনার ম্যাক ডিভাইসে অটোমেটিক শাটডাউন সিস্টেম চালু হয়ে যাবে।

লিনাক্স চালিত কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে শাটডাউন এর উপায়

অন্যান্য অপারেটিং সিস্টেমের মতোই লিনেক্স অপারেটিং সিস্টেমে পরিচালিত কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায় রয়েছে‌। নিচে একটি শর্টকাট উপায় দেখানো হলো:
  • নির্দিষ্ট সময় পর শাটডাউন দেওয়ার জন্য: (মনে করি ৪৫ মিনিট পর শাটডাউন করতে চাচ্ছি) লিনাক্সের টার্মিনালে "sudo shutdown -h +45" কমান্ডটি দিয়ে ইন্টার করুন।
  • নির্দিষ্ট সময়ে শাটডাউন দেওয়ার জন্য: ( মনে করি রাত ১১টার সময় শাটডাউন করবো) লিনাক্সের টার্মিনালে "sudo shutdown -h 23:00" কমান্ডটি দিয়ে ইন্টার করুন।
  • সকল শাটডাউন বাতিল করতে: লিনাক্সের টার্মিনালে "sudo shutdown -c" কমান্ডটি দিয়ে ইন্টার করুন।

তৃতীয় পক্ষ সফটওয়্যার ব্যবহার করে সয়ংক্রিয়ভাবে বন্ধ করা

তৃতীয় পক্ষ সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায় জানা থাকলে খুব সহজেই সফটওয়্যারটি ডাউনলোড করে নির্দিষ্ট সময়ে কম্পিউটার অটোমেটিক বন্ধ করা সম্ভব। 
  • Wise Auto Shutdown
    • সফটওয়্যারটি Wise Auto Shutdown এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
    • সফটওয়্যারটি চালু করুন।
    • "Shutdown" অপশন সিলেক্ট করুন।
    • নির্দিষ্ট সময় নির্বাচন করুন (যেমন, ১ ঘন্টা পরে বা নির্দিষ্ট সময়)।
    • "Start Task" এ ক্লিক করুন।
  • Shutdown Timer Classic
    • Shutdown Timer Classic থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন।
    • প্রোগ্রামটি খুলুন।
    • টাইমার সেট করুন বা নির্দিষ্ট সময় উল্লেখ করুন।
    • "Shutdown" নির্বাচন করে টাইমার চালু করুন।

মোবাইল থেকে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায়

  • উইন্ডোজ চালিত কম্পিউটারের জন্য:
    • কম্পিউটারে AnyDesk সফটওয়্যার ডাউনলোড করুন।
    • একই সফটওয়্যারের মোবাইল অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন। 
    • উভয় ডিভাইসে অ্যাকাউন্ট লগইন করুন। 
    • এখন মোবাইল থেকে কম্পিউটার সাথে কানেক্ট করুন। 
    • মোবাইল অ্যাপ থেকে কম্পিউটারে প্রবেশ করে শাটডাউন কমান্ড দিন।
  • লিনাক্স সিস্টেমের জন্য:
    • কম্পিউটারে SSH সার্ভার ইন্সটল করুন।
    • মোবাইলে SSH ক্লায়েন্ট অ্যাপ ইন্সটল করুন।
    • মোবাইল অ্যাপে "sudo shutdown -h now" কমান্ড করুন।

স্বয়ংক্রিয়ভাবে বন্ধের সেটআপে নিরাপত্তা ব্যবস্থা

কম্পিউটার সয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায় জানার পাশাপশি কিছু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি এটি রিমোট এক্সেসের মাধ্যমে হয়ে থাকে। যে সকল পদ্ধতিতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেগুলো হলো:
  • পাসওয়ার্ড সুরক্ষা: রিমোট অ্যাক্সিস এর ক্ষেত্রে যে সকল অ্যাপ ব্যবহার করব সেগুলোতে শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে।
  • নির্দিষ্ট ডিভাইস: রিমোট এক্সেস এর জন্য নির্দিষ্ট IP ঠিকানা ছাড়া অন্য সকল উৎস থেকে সংযোগ ব্লক করুন। ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্ক সেটআপে নির্দিষ্ট MAC ঠিকানা দিয়ে ডিভাইস সনাক্তকরণ চালু করুন।
  • স্ক্রিপ্টের সুরক্ষা: অটমিশন স্ক্রিপ্ট ব্যবহার করে শাটডাউন চালু করার সময় এমন স্ক্রিপ্ট এর কোড ব্যবহার করুন যা অন্যদের কাছে অস্পষ্ট ও অপব্যবহারযোগ্য মনে হয়। 
  • লগ মনিটর: রিমোট এক্সেস সফটওয়্যার ও লগ মনিটর করুন এবং সন্দেহজনক কার্যক্রম সনাক্ত করুন। প্রয়োজনে লগইন প্রচেষ্টার ইমেইলে সতর্কবার্তা চালু করুন।
  • মালওয়্যার প্রতিরোধ: নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে নিশ্চিত করুন আপনার ডিভাইসে কোন সন্দেহজনক প্রোগ্রাম চালু হচ্ছে কিনা। 
  • আপডেট: আপনার ব্যবহার করার সমস্ত রিমোট এক্সেস সফটওয়্যার এবং অ্যাপ এর সর্বশেষ ভার্সন ব্যবহার করুন।

কম্পিউটার অটোমেটিক বন্ধের অসুবিধা সমূহ

কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কিছু সাধারণ অসুবিধা বা সমস্যা নিচে উল্লেখ করা হলো:
  • ডাটা লস বা তথ্য হারানো: অপ্রত্যাশিতভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে অসমাপ্ত কাজ বা ডকুমেন্ট সেভ না করার কারণে গুরুত্বপূর্ণ তথ্য হারাতে পারেন।
  • হার্ডওয়্যারের ক্ষতি: হঠাৎ বন্ধ হলে হার্ড ড্রাইভ বা অন্য হার্ডওয়্যার উপাদানের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা তাদের কার্যক্ষমতা কমাতে পারে।
  • সফটওয়্যার করাপশন: চলমান সফটওয়্যার বা সিস্টেম ফাইল সঠিকভাবে বন্ধ না হলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা সিস্টেম স্লো করা বা বারবার ক্র্যাশ হওয়ার কারণ হতে পারে।
  • কাজে বিঘ্ন: কাজের মাঝে হঠাৎ অটোমেটিক বন্ধ হওয়া উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং সময় নষ্ট করে।
  • সিকিউরিটি ঝুঁকি: সিস্টেম প্রক্রিয়াগুলো অসম্পূর্ণ থাকলে বা সঠিকভাবে বন্ধ না হলে ডেটা সিকিউরিটি লঙ্ঘন হতে পারে।
  • বিদ্যুৎ সাশ্রয় নয়: অল্প সময়ের জন্য বন্ধ করে পুনরায় কম্পিউটার চালু করতে বেশি বিদ্যুৎ খরচ হতে পারে।
  • ব্যবহারকারীর হতাশা: কাজের মাঝে হঠাৎ অটোমেটিক বন্ধ হয়ে গেলে ব্যবহারকারী বিরক্ত হতে পারে এবং সিস্টেমের উপর আস্থা হারাতে পারে।
  • মাল্টি-টাস্কিং ব্যাহত হওয়া: যদি কোনো ব্যাকগ্রাউন্ড প্রসেস বা আপডেট চলমান থাকে এবং এর মধ্যে কম্পিউটার বন্ধ হয়ে যায়, তাহলে সেই কাজ অসমাপ্ত থেকে যায়।
  • সিস্টেম আপডেট বা ইন্সটলেশনে সমস্যা: সফটওয়্যার আপডেট বা অপারেটিং সিস্টেম ইন্সটলেশনের সময় অটোমেটিক বন্ধ হলে পুরো প্রসেস ব্যাহত হতে পারে।

শেষ কথা 

কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায় জানা থাকলে আপনি প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে পারেন। আপনি যদি কম্পিউটার ব্যবহার করার পর বিশেষ করে রাত্রিবেলা কম্পিউটার বন্ধ না করেই ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকে তাহলে অটোমেটিক কম্পিউটার বন্ধ করার পদ্ধতি আপনার জন্য বিদ্যুৎ সাশ্রয় করার একটি মাধ্যম হতে পারে। একই সাথে আপনি যদি শিডিউল করে কম্পিউটার চালাইতে চান তাহলেও অটোমেটিক বন্ধ করার পদ্ধতি ব্যবহার করতে পারেন। এছাড়াও এই পদ্ধতিটি আপনার দৈনন্দিন জীবনে আরো বিভিন্ন ভাবে কাজে আসতে পারে।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পরিচালিত কম্পিউটার, ম্যাক পরিচালিত কম্পিউটার এবং লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারা চালিত কম্পিউটার অটোমেটিক বন্ধ করার পদ্ধতি, মোবাইলের মাধ্যমে কম্পিউটার বন্ধ করার পদ্ধতি এবং এর ভালো মন্দ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভালো-মন্দ সকল দিক বিবেচনা করে আপনার জন্য যদি পদ্ধতি উপকারী হয়ে থাকে তাহলে ব্যবহার করতে পারেন এবং অন্যদের কাছে কম্পিউটার অটোমেটিক বন্ধ করার পদ্ধতি শেয়ার করতে পারেন।
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কোনো কমেন্ট করা হয় নি
কমেন্ট করতে ক্লিক করুন

শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।

comment url