এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট 2024
এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এর বিষয়ে কম-বেশি সবারই জানা আছে। তবে কিভাবে কাজ করলে এড দেখে টাকা ইনকাম করা যাবে তা অনেকেই জানিনা। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনার হাতে থাকা মোবাইলে এড দেখে ইনকাম করার পদ্ধতি নিয়ে আলোচনা করব।
আপনার কাছে যদি একটি মোবাইল থাকে এবং মোবাইলে থাকে ইন্টারনেট তাহলেই আপনি আজকে দেখানো অ্যাপ এবং ওয়েবসাইটে এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
পেজ সূচিপত্রঃ
এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
প্রযুক্তির এ যুগে এসে বর্তমানে সবার হাতে হাতেই রয়েছে স্মার্টফোন। বিনোদনের জন্য অথবা অন্য যেকোনো কারণে আমরা স্মার্টফোন ব্যবহার করি। তবে আপনি যদি আপনার হাতে থাকা সেই স্মার্টফোনটিকেই ইনকামের মাধ্যমে হিসেবে ব্যবহার করতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। পড়াশোনার পাশাপাশি সামান্য টাকা ইনকামের জন্য আপনার মোবাইল ফোন কিভাবে ব্যবহার করবেন সেটি দেখাবো আজকের আর্টিকেলের মাধ্যমে।
শুধুমাত্র অ্যাড দেখেই যদি টাকা ইনকাম করা যেত এবং উপার্জিত সেই টাকা বিকাশ, নগদ অথবা অন্য যেকোনো উপায়ে উত্তোলন করা যেত তাহলে কেমন হতো? হ্যাঁ আজকের আর্টিকেলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কোন প্রকার কাজ করা ছাড়াই শুধুমাত্র অ্যাড দেখে টাকা ইনকাম করার বিশ্বাসযোগ্য কিছু সাইট নিয়েই কথা বলব। আজকের আর্টিকেলে দেখানো প্রতিটি সাইট পরীক্ষিত এবং পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত।
এড দেখে ইনকাম করার জনপ্রিয় সাইট
অ্যাড দেখে টাকা ইনকাম করার বিষয় নিয়ে আলোচনা করার সময় চাইলেই আজকে আর্টিকেলে ২০, ৩০, ৫০ টা অথবা তার থেকেও বেশি সাইট নিয়ে কথা বলতে পারতাম কিন্তু এত সাইট নিয়ে কথা না বলার কারণ হলো আজকে শুধুমাত্র বিশ্বস্ত এবং জনপ্রিয় কিছু সাইট নিয়েই কথা বলব। আজকের আর্টিকেলে যে সকল সাইট নিয়ে কথা বলা হয়েছে সেগুলো হলো:
- Toloka Earn online অ্যাপ
- Givvy Cash Earning App
- coinpayu.com ওয়েবসাইট
- Repocket - Make Money অ্যাপ
Toloka অ্যাপে এড দেখে ইনকাম
Toloka হলো একটি মাইক্রো-টাস্কিং প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের সহজ কাজ সম্পন্ন করে অর্থ উপার্জন করা যায়। এখানে এড দেখা একটি সাধারণ কাজ হতে পারে।Toloka অ্যাপ দিয়ে এড দেখে ইনকাম করার জন্য, আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে।
- অ্যাপ ডাউনলোড ও নিবন্ধন: Google Play Store বা App Store থেকে Toloka অ্যাপটি ডাউনলোড করুন। এবার আপনার ইমেল আইডি বা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। তবে আপনি চাইলে ইয়ান্ডেক্স বা অন্যান্য অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন।
- প্রোফাইল সম্পূর্ণ করা: আপনার প্রোফাইলের সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং কিছু নির্দিষ্ট টাস্ক পূরণ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা যাচাই করতে আপনাকে ছোট টেস্ট দিতে হতে পারে।
- এড টাস্ক খুঁজুন: অ্যাপে প্রবেশ করার পর "Available Tasks" সেকশনে গেলে এখানে বিভিন্ন ধরনের টাস্ক দেখতে পাবেন। "Watch Ads" বা "Ad Review"-এর মতো টাস্ক খুঁজে নিন।
- এড দেখে টাস্ক সম্পন্ন করুন: টাস্কে ক্লিক করলে এড শুরু হবে এবং এড শেষ হওয়ার পর আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে টাস্ক সম্পূর্ণ করলে আপনাকে পেমেন্ট দেওয়া হবে।
- পেমেন্ট উত্তোলন করুন: আপনার অ্যাকাউন্টে ন্যূনতম পেমেন্ট লিমিট জমা হলে তা উত্তোলন করতে পারবেন। Toloka অ্যাপ সাধারণত PayPal, Skrill বা ইয়ান্ডেক্স মানি এর মাধ্যমে পেমেন্ট প্রদান করে। আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে টাকা উত্তোলন করুন
Givvy cash App এ এড দেখে টাকা ইনকাম
Givvy cash একটি জনপ্রিয় অ্যাপ যা আমাদেরকে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন
করার মাধ্যমে টাকা উপার্জনের সুযোগ করে দেয়। আপনি যদি এই অ্যাপে অ্যাড
দেখে ইনকাম করতে চান গুলো অনুসরণ করুন।
- অ্যাপ ডাউনলোড ও সাইন আপ: Givvy cash অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে থাকা google play store বা App store এ গিয়ে Givvy cash earning app লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর নতুন একাউন্ট খুলুন অথবা আগে থেকে একাউন্ট করা থাকলে তা লগইন করুন।
- অ্যাপটি ভালোভাবে বোঝা: এই অ্যাপে কাজ করার জন্য প্রথমে আপনাকে অ্যাপের ইন্টারফেস ভালোভাবে বুঝতে হবে। এখানে বিভিন্ন কাজের তালিকা দেখবেন যেমন: গেম খেলা, জরিপূরণ, কুইজ সমাধান, বিজ্ঞাপন দেখা ইত্যাদি। এগুলোর মধ্য থেকে আপনি "Watch ads" অথবা "Earned by washing ads" সেকশনে যান।
- বিজ্ঞাপন দেখে পয়েন্ট উপার্জন করা: প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য আপনাকে নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট দেওয়া হবে তাই বিজ্ঞাপন দেখার বাটনে ক্লিক করে বেশি বেশি বিজ্ঞাপন দেখুন।
- পয়েন্টগুলো টাকাতে রূপান্তর: পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট জমা হওয়ার পর সেগুলো আপনি টাকা বা গিফট কার্ডে রুপান্তর করতে পারবেন।
- টাকা উত্তোলন: টাকা উত্তোলনের জন্য আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে টাকা উত্তোলন করুন। টাকা উত্তোলনের জন্য PayPal, Paytm বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যম ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারেন।
Coinpeyu ওয়েবসাইটে এড দেখে টাকা ইনকাম
এটি একটি জনপ্রিয় PTC (Paid-to-Click) প্ল্যাটফর্ম, যেখানে আপনি এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট প্রদান করে। CoinPeyu থেকে এড দেখে টাকা ইনকাম করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- অ্যাকাউন্ট খোলা: অ্যাকাউন্ট খোলার জন্য Coinpeyu এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে জিমেইল দিয়ে সাইন ইন করে নিন। এবং আপনার একাউন্ট ভেরিফাই করুন।
- লগইন করা: একাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে আবারও তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টে লগইন করুন। লগইন সম্পূর্ণ হইলে আপনার ড্যাশবোর্ডে বিভিন্ন ইনকামের অপশন দেখতে পাবেন।
- অ্যাড দেখে ইনকাম: ড্যাশবোর্ড থেকে "PTC Ads" অথবা "Earn" অপশনে ক্লিক করে যে অ্যাড গুলো আসবে সেগুলো সম্পূর্ণ দেখুন। অ্যাড দেখার পর অটোমেটিক আপনার একাউন্টে পয়েন্ট জমা হয়ে যাবে।
- পয়েন্ট বা টাকা উত্তোলন: আপনার একাউন্টে যথেষ্ট পয়েন্ট জমা হলে সেগুলো ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউট করার জন্য ড্যাশবোর্ড থেকে পেমেন্ট অপশন নির্বাচন করুন। বিটকয়েন, লাইটকয়েন বা অন্যান্য যেকোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। ক্যাশ আউট করতে আপনার ওয়ালেটের ঠিকানা দিয়ে সাবমিট করুন। বলে রাখা ভালো পেমেন্ট প্রসেসিং সম্পন্ন হতে কিছু সময় লাগতে পারে তাই অপেক্ষা করুন।
রিপকেট অ্যাপ থেকে অ্যাড দেখে টাকা ইনকাম
Repocket অর্থ উপার্জনের অ্যাপ দিয়ে এড দেখে আয় করার পদ্ধতিটি খুবই সহজ। তারপরেও কিছু বিষয় জানলে তা আরও কার্যকর হয়। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি দেওয়া হলো:
- অ্যাপ ডাউনলোড এবং রেজিস্ট্রেশন: গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে Repocket অ্যাপটি ডাউনলোড করে আপনার ইমেইল বা মোবাইল নাম্বার ব্যবহার করে একটি একাউন্ট তৈরি করুন এবং প্রোফাইল সম্পূর্ণ করার জন্য বয়স, লোকেশন ইত্যাদি তথ্য প্রদান করুন।
- অ্যাপের ইন্টারফেস বুঝুন: ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পর একটি ইন্টারফেস ভালোভাবে বুঝে নিন এবং আর্ন অথবা ওয়াস অ্যাড সেকশন খুঁজে বের করুন। বিজ্ঞাপন দেখার মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে নির্দেশনা পাওয়া যাবে।
- বিজ্ঞাপন দেখুন: এই অ্যাপের এড গুলো সাধারণত ১৫ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত হয়ে থাকে তাই সম্পূর্ণ বিজ্ঞাপনটি দেখুন। প্রতিটি বিজ্ঞাপন দেখা শেষ হলে আপনার একাউন্টে অটোমেটিক পয়েন্ট জমা হবে।
- অতিরিক্ত ইনকাম করার উপায়: অ্যাড দেখে ইনকাম করার পাশাপাশি অতিরিক্ত ইনকাম করতে চাইলে বন্ধুদের সাথে অ্যাপটি শেয়ার করতে পারেন। প্রতিটি সফল রেফারেলের জন্য আপনি বোনাস পয়েন্ট পাবেন।
- পেমেন্ট উত্তোলন: নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমা হলে আপনি তা উত্তোলন করতে পারবেন। বিশেষ প্রয়োজনে পেমেন্ট পলিসি চেঞ্জ হতে পারে। তাই, আপডেটকৃত পেমেন্ট পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে অ্যাপ এর ভেতরে পেমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ নির্দেশনা পড়ে নিন।
অ্যাড দেখে ইনকাম করার বিষয়ে টিপস
- নিয়মিত অ্যাপটি ব্যবহার করুন এবং বিজ্ঞাপন দেখার সুযোগগুলো মিস করবেন না।
- অ্যাপের প্রমোশনাল অফার বা বোনাস পয়েন্টের সুবিধা নিন।
- টাকা উত্তোলনের জন্য বিশ্বাসযোগ্য পেমেন্ট ওয়ালেট ব্যবহার করুন।
- ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে গোপনীয়তা নীতি (Privacy Policy) পড়ে নিন।
- গোপনীয়তা নীতি স্বচ্ছ মনে না হইলে ভুল তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে পারেন।
- যে সকল অ্যাপে রেফার সিস্টেম আছে সেগুলোতে বন্ধুদেরকে রেফার করুন।
- একসাথে উত্তোলন করার জন্য অধিক পয়েন্ট একাউন্টে রাখবেন না।
- ন্যূনতম পেমেন্ট লিমিট জমা হইলে তা উত্তোলন করে নিবেন।
বিশেষ সতর্কতা
আজকের আর্টিকেলের মধ্যে পেমেন্টের ক্ষেত্রে বিশ্বস্ত এবং জনপ্রিয় সাইট গুলো শেয়ার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবুও আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ কিছু কিছু সাইট তাদের প্রচারণার জন্য প্রথমদিকে ভালোভাবে পেমেন্ট প্রদান করলেও পরবর্তীতে স্ক্যাম করে। তাই অ্যাপ ডাউনলোড করার আগে সেগুলোর নতুন রিভিউ দেখে নিবেন। পাশাপাশি আপনার তথ্য সুরক্ষিত রাখার জন্য ফেক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন আপ করতে পারেন।
সবশেষে একটাই কথা আপনি যে সাইট ব্যবহার করি এড দেখে টাকা ইনকাম করেন না কেন সম্পূর্ণ নিজের দায়িত্বে করবেন। আজকের দেখানো অথবা অন্য কোন সাইটে অ্যাড দেখে ইনকাম করতে গিয়ে স্ক্যামিং এর শিকার হয়ে কোন সমস্যায় পড়লে শেষ পাতা কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সম্পূর্ণ নিজ দায়িত্বে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন।
শেষ কথা
প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আপনি যদি আজকের দেখানো সাইটগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চয়ই অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন তবে মনে রাখতে হবে, এ ধরনের আয়ের পরিমাণ সাধারণত সীমিত হয় এবং এটি আপনার প্রধান আয়ের উৎস হিসেবে নির্ভরযোগ্য নয়।
শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।
comment url