বাংলা আর্টিকেল লিখে আয় ।। মোবাইল দিয়ে আর্টিকেল লিখে আয়
আপনি টাইটেলে বাংলা আর্টিকেল লিখে আয় বা মোবাইল দিয়ে আর্টিকেল লিখে আয় করা এই
বিষয়টি দেখেই পোস্টটি ওপেন করেছেন। আপনারা অনেকেই আর্টিকেল লিখতে পারেন কিন্তু
আর্টিকেল লিখেও ইনকাম করা যায় এই বিষয়টি জানেন না অথবা অনেকে মনে করেন আর্টিকেল
লিখে ইনকাম করার জন্য কম্পিউটার প্রয়োজন হয় তাদের জন্যই সমাধান নিয়ে এসেছি।
আজকে সম্পূর্ণ পোস্টটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা
স্মার্টফোন অর্থাৎ, মোবাইল দিয়ে আর্টিকেল লিখে আয় করবেন কিভাবে
আমরা যারা শিক্ষার্থী আছি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করে ইনকাম করতে চান বা
অন্যান্য যে কোন পেশার মানুষ যারা ঘরে বসে আয় করতে চান। এছাড়াও মেয়েরা যারা
গৃহিনী তাদের ইচ্ছা থাকলেও সময়-সুযোগের অভাবে কোন কিছু করার সুযোগ হয় না।
আপনি যদি এই ধরনের একজন হয়ে থাকেন তাহলে একেবারে সঠিক জায়গায় এসেছেন। আজকে
বাংলা আর্টিকেল লিখে আয় করার বেশ কিছু সাইট নিয়ে আলোচনা করবো যেগুলোর মাধ্যমে
কম্পিউটার অথবা মোবাইল দিয়ে আর্টিকেল লিখে আয় রোজগার করতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ
- আর্টিকেল কি.?
- বাংলা আর্টিকেল লিখে আয় করা যায় এমন কিছু সাইট
- নিজেস্ব ওয়েবসাইট তৈরি করে ইনকাম
- অন্যদের কাছে আর্টিকেল বিক্রি করে ইনকাম
- প্রোডাক্ট রিভিউয়ের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা
- লোকাল প্রোডাক্ট/সার্ভিসের এড দেখিয়ে ইনকাম
- বিক্রয় সংক্রান্ত তথ্য দিয়ে আয় করা
- গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম
- আর্টিকেল লিখার চাকরি করা
- শেষ কথা
আর্টিকেল কি.?
বাংলা আর্টিকেল লিখে আয় করার পদ্ধতি জানার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আর্টিকেল
কি। যদিও আপনারা অনেকেরই হয়তো আর্টিকেল সম্পর্কে ধারণা আছে তারপরেও যারা
আর্টিকেল সম্পর্কে জানে না তাদের জন্য আরো একবার বলছি আর্টিকেল হল বিভিন্ন
ওয়েবসাইটে পোস্ট লেখা। অর্থাৎ আপনারা ফেসবুকে যেভাবে বাংলা পোস্ট লিখে থাকেন একই
কাজ ওয়েবসাইটে করে ইনকাম করাকেই বলা হয় বাংলা আর্টিকেল লিখে আয়
আপনার হাতে যদি কিছুটা সময় থাকে এবং আপনার আপনার কাছে কম্পিউটার ল্যাপটপ থাকে
তাহলেই বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন। এমনকি আপনার কাছে একটি স্মার্টফোন
থাকলেও আপনি আপনার মোবাইল দিয়ে আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
বাংলা আর্টিকেল লিখে আয় করা যায় এমন কিছু সাইট
আর্টিকেল লেখার বিষয় যদি আপনি সিদ্ধান্ত ফাইনাল করে থাকেন তাহলে আপনাকে কয়েকটি
সাইটের সাথে পরিচিত করে দিতে পারি যে সাইটগুলোর মাধ্যমে আপনি বাংলা আর্টিকেল লিখে
আয় করতে পারবেন এবং এর মধ্যে প্রায় সবগুলো সাইটে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে
আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
- নিজেস্ব ওয়েবসাইট তৈরি করে ইনকাম
- অন্যদের কাছে আর্টিকেল বিক্রি করে ইনকাম
- প্রোডাক্ট রিভিউয়ের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা
- লোকাল প্রোডাক্ট/সার্ভিসের এড দেখিয়ে ইনকাম
- বিক্রয় সংক্রান্ত তথ্য দিয়ে আয় করা
- গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম
- আর্টিকেল লিখার চাকরি করা
এগুলো বিষয়ে ব্যতিতে আরো বেশ কিছু সাইট থেকে মোবাইল দিয়ে আর্টিকেল লিখে আয়
করতে পারবেন। আপাতত এই সাইটগুলোর বিষয়ে বিস্তারিত জেনে আসি।
১) নিজেস্ব ওয়েবসাইট তৈরি করে ইনকাম
আপনি যদি আর্টিকেল লিখার বিষয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার
জন্য সবচেয়ে বেস্ট হবে নিজস্ব একটি ওয়েবসাইট খুলে নিয়ে সেখানে নিয়মিত
আর্টিকেল পোস্ট করা। সর্বপ্রথম ওয়েবসাইট তৈরি করতে এবং কাস্টমাইজ করতে
কম্পিউটারের প্রয়োজন হতে পারে তবে পরবর্তী আপনার ওয়েবসাইটে মোবাইল দিয়ে
আর্টিকেল লিখে আয় করতে পারবেন। নিজস্ব ওয়েবসাইট থাকলে সেখান থেকে ইউজ
অ্যামাউন্টের ইনকাম করা সম্ভব। কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেই বিষয়ে
জানতে যোগাযোগ করতে
পারেন।
২) অন্যদের কাছে আর্টিকেল বিক্রি করে ইনকাম
আপনার কাছে যদি মনে হয় নিজস্ব ওয়েবসাইট তৈরি করা কমপ্লেক্স একটি কাজ। এবং
ওয়েবসাইট থেকে ইনকাম শুরু হইতে বেশ কিছুদিন সময় লাগতে পারে কিন্তু আপনার
তৎক্ষণাৎ টাকা প্রয়োজন তাহলে আপনি আপনার লেখা আর্টিকেল গুলো অন্যদের কাছে
বিক্রি করে দিতে পারেন।
বিভিন্ন ওয়েবসাইটের মালিক (যারা আর্টিকেল লেখার জন্য সময় বের করতে পারে না)
তারা বিভিন্ন লেখকের কাছ থেকে আর্টিকেল এককালীন মূল্য পরিশোধের মাধ্যমে ক্রয়
করে নিয়ে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে থাকে। বলে রাখা ভালো আপনার আর্টিকেলের
মান অনুযায়ী মূল্য নির্ধারণ করা হবে।
৩) প্রোডাক্ট রিভিউয়ের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা
আপনি আপনার ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা যে কোন সোশ্যাল
মিডিয়ায় নির্দিষ্ট একটি পণ্যের বিস্তারিত বর্ণনা করে অর্থাৎ প্রোডাক্ট রিভিউ
করে আর্টিকেল লিখতে পারেন এবং যে প্রোডাক্টের রিভিউ করবেন বা বর্ণনা করবেন আপনার
পোস্টের মধ্যে সেই প্রোডাক্ট ক্রয় করার লিংক সংযুক্ত করতে হবে। আপনার দেওয়া
লিঙ্ক থেকে যতজন ব্যক্তি প্রোডাক্ট ক্রয় করবে সে অনুপাতে ই-কমার্স সাইট গুলো
আপনাকে কমিশন দিবে এভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে মোবাইল দিয়ে
আয় করতে পারবেন।
দারাজ, আলি এক্সপ্রেস, অ্যামাজন সহ আন্তর্জাতিক প্রায় প্রতিটি ই-কমার্স সাইটে
অ্যাফিলিয়েট মার্কেটিং সাপোর্ট করে। খুব শীঘ্রই শেষ পাতার ওয়েবসাইটে
অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আসছে। সেই বিষয়ে আপডেট পেতে
৪) লোকাল প্রোডাক্ট/সার্ভিসের এড দেখিয়ে ইনকাম
মনে করেন আপনার একটি ওয়েবসাইট আছে বা সোশ্যাল মিডিয়া যে কোন একটি অ্যাকাউন্ট
আছে সেখানে প্রতিদিন প্রচুর ভিজিটর আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি মোবাইল
দিয়ে আর্টিকেল লিখে আয় করতে পারবেন। যে কোন বিষয়ের উপর আর্টিকেল লিখে সে
আর্টিকেলের মাঝে লোকাল যে কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাড দেখিয়ে সে
কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা চার্জ করতে পারেন। কোম্পানিগুলো মূলত
তাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারের স্বার্থে অ্যাড দেওয়ার জন্য টাকা পেমেন্ট
করে থাকি।
এক্ষেত্রে অবশ্যই অ্যাড প্লেসমেন্ট করা ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া
প্ল্যাটফর্মে প্রতিদিন যথেষ্ট ভিজিটর থাকতে হবে। কারন স্বাধারনত ভিজিটরের পরিমান
অনুযায়ী কোম্পানিগুলো পেমেন্ট করে থাকে।
৫) বিক্রয় সংক্রান্ত তথ্য দিয়ে আয় করা
এটাও কিছুটা এফিলিয়েট মার্কেটিং এর মতই। মনে করেন আপনি "খাঁটি মধু চেনার উপায়"
এই বিষয়ে আর্টিকেল লিখলেন। আপনার পোষ্টের মধ্যে খাঁটি মধু বিক্রি করে এমন যে
কারো সাথে কথা বলে আপনি তাদের পেইজের লিংক সংযুক্ত করতে পারেন এবং সেখানে থেকে
তাঁরা আপনাকে কমিশন দিবে। এমনও হতে পারে আপনার মধুর ব্যবসা আছে তখন আপনার নিজের
পেইজের লিংক আর্টিকেলের মধ্যে সংযুক্ত করে দিবেন তাহলে আপনার বেচা-বিক্রি বৃদ্ধি
পাওয়ার মধ্য দিয়ে ইনকাম বাড়বে।
৬) গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম
আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় মাঝখানে বিভিন্ন অ্যাড দেখতে পায় এই অ্যাড গুলো
চ্যানেলের মালিক গুগল এডসেন্সের অ্যাড তার ভিডিওর ভেতর সংযুক্ত করে থাকে। একই কাজ
আমরা নিজেদের সাইটে আর্টিকেল লিখে আর্টিকেলের ভেতরে গুগলের অ্যাড দেখিয়ে ইনকাম
করতে পারি যা মূলত বাংলা আর্টিকেল লিখে আয় করারই আরো একটি মাধ্যম।
গুগল এডসেন্স স্বাধারনত ওয়েবসাইটের ভিজিটর এবং লিংক ক্লিকের উপর নির্ভর করে
পেমেন্ট করে থাকে। তাই আর্টিকেলের এমন এমন জায়গায় অ্যাড বসাইতে হবে যাতে করে
ওয়েবসাইটে ঢুকলেই শুরুতেই অ্যাড দেখতে পায়। উদাহরণ হিসেবে নিচের ওয়েবসাইট দেখতে
পারেন এখানে ওয়েবসাইটের একেবারে শুরুতে এবং ডানে সাইডবারে গুগলের এড যুক্ত
করে ইনকাম করছে।
৭) আর্টিকেল লিখার চাকরি করা
বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের ওয়েবসাইটে লিখার জন্য পার্মানেন্ট রাইটার নিয়োগ
দিয়ে থাকে। আপনার লেখার মান যদি ভাল হয় তাহলে আপনি সে সকল প্রতিষ্ঠানে মোবাইল
দিয়ে আর্টিকেল লিখে আয় করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাকে কোন অফিসে যেতে
হবে না ঘরে বসে থেকেই বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন। তবে আর্টিকেল লিখার
চাকরি করতে তাইলে অবশ্যই কোম্পানির নির্দিষ্ট নিয়মকানুন মেনে আর্টিকেল লিখতে হবে
এবং প্রতিমাসে কতটি আর্টিকেল জমা দিতে হবে সেই বিষয়টি জেনে বুঝে সমপরিমাণ
আর্টিকেল লিখতে পারবেন কিনা এই বিষয়টি বিবেচনায় নিয়ে আর্টিকেল লিখার চাকরি শুরু
করা উচিত।
শেষ কথা
ঘরে বসে ইনকাম কথাটি শুনবে সবাই খুব হুবরি খেয়ে পরি। কিন্তু কাজটি সঠিকভাবে করতে
পারে কয়জন? ঘরে বসে ইনকাম করতে চাইলে অবশ্যই ধৈর্য থাকতে হবে সঠিক গাইডলাইন মেনে
কাজ করতে হবে। ঘরে বসে ইনকামের মধ্যে একটি উন্নতম এবং সহজ মাধ্যম হলো মোবাইল
দিয়ে আর্টিকেল লিখে আয় অর্থাৎ বাংলা আর্টিকেল লিখে আয় করা। যে সকল মাধ্যমে
বাংলা আর্টিকেল লিখে আয় করা যায় সেগুলো নিয়েই বেসিক কিছু আলোচনা করার চেষ্টা
করেছি। পরবর্তীতে আরো বিস্তারিত নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।
comment url